Patriotic people will not go to vote: Democracy stage

সংসদ নির্বাচন স্থগিত করে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, কোনো দেশপ্রেমিক মানুষ সরকারের এই প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের গণসংযোগ শেষে এক সমাবেশে তারা এসব কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার নির্বাচনের এক-দু’দিন আগে দেশে ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। বাস্তবে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে সারাদেশে বিভিন্ন বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখে একটি ভোট ভোট খেলার আয়োজন করা হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার দমন-পীড়ন ছাড়া ক্ষমতায় টিকতে পারছে না। বিরোধী দলের নেতাদের জেলে না পুরে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। কোনো দেশপ্রেমিক মানুষ সরকারের এই প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবে না।

ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হলে দেশের ইতিহাসে আরেকটি কালো অধ্যায় যুক্ত হবে।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রব প্রমুখ।