দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে কমনওয়েলথ মহাসচিব প্যাটিসিয়া স্কটল্যান্ডের দেওয়া বিবৃতির প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে নির্বাচনের ঠিক দুইদিন আগে বিবৃতি দিয়েছেন। যেখানে ‘একটি অনুকূল পরিবেশে নাগরিকদের জন্য শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে’ বাংলাদেশের সব রাজনৈতিক ও নাগরিক নেতাদের অবদান রাখার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির বিবৃতিতে বলা হয়েছে- কমনওয়েলথ মহাসচিবের এমন আহ্বান বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণকে হতবাক করেছে। যারা এক দশকেরও বেশি সময় ধরে শাসন থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু তিনি প্রহসনমূলক নির্বাচনকে ঘিরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন। তার বক্তব্য বাংলাদেশের বাস্তবতাকে প্রতিফলিত করে না। তার বক্তব্য গণতন্ত্রপন্থী বাংলাদেশিদের আকাঙ্খার পরিপন্থী, যারা এক দশকেরও বেশি সময় ধরে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভূক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছে।
বিএনপির দাবি, প্যাটিসিয়া স্কটল্যান্ডকে অবশ্যই সচেতন থাকতে হবে যে, বাংলাদেশের সব প্রধান গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল আসন্ন নির্বাচন বয়কট করেছে। শুধু ক্ষমতাসীন দলের মনোনীত ‘ডামি’ স্বতন্ত্র প্রার্থী এবং ক্ষমতাসীন দলের আশীর্বাদ নিয়ে ভুয়া বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে। যেহেতু নির্বাচনের ফল এরই মধ্যে পূর্বনির্ধারিত এবং জনগণের কাছে প্রকৃত প্রতিদ্বন্দ্বীদের মধ্য থেকে বেছে নেওয়ার কোনো বিকল্প নেই। কোনো অনুকূল পরিবেশ এবং সমান খেলার সুযোগ নেই, ভোটাররাও ‘একতরফা’ ভোট প্রত্যাখ্যান করেছে।