রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনের ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার বেলা ১টায় ক্যম্পাসের পরিবহন মার্কেটের সামনে থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে সমাবেশে বক্তব্য দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ও তার অনুসারীরা বাধা দেয় বলে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না জানান।
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
ছাত্র ফেডারেশনের সভাপতি রায়হান আলি বলেন, “২০২০ সালে সিলেটের এমসি কলেজে, ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি। কিন্তু এগুলোর একটারও বিচার হয় না। ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাই এসব কাজে লিপ্ত। এ বিষয়ে প্রতিবাদও করলেই আমাদের বাধা দেওয়া হয়।”