Hajipara library auspicious opening

Anwar Hossain:

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বরিবার (২১শে ফেব্রুয়ারি) দুপুর ২টায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে পাঠাগার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাঠাগার আন্দোলনের অধিভূক্ত হাজিরপাড়া গ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়৷

হাজিরপাড়া গ্রন্থাগারের শুভ উদ্বোধনউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন৷ বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোতালেব৷ হাজিরপাড়া গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু৷

হাজিরপাড়া গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মহি উদ্দিন কচি’র সভাপতিত্বে এবং হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আহ্বায়ক ইকবাল হোসেন মিলনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল ওমর শামীম মিয়া, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান হারুন, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিয়া মনির প্রমুখ৷

হাজিরপাড়া গ্রন্থাগারের শুভ উদ্বোধনসারা দেশে প্রতিবছর যত সামাজিক অপরাধ হয়, তার ৮০ শতাংশের কারণ হচ্ছে মাদক। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ক্ষেত্রেও এটি একটি বড় প্রতিবন্ধকতা। কিন্তু এককভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে দেশকে মাদকমুক্ত করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সোচ্চার অবস্থান। সচেতনতার এই কাজটি শুরু করতে হবে নিজ পরিবার থেকেই। তা হলেই পরবর্তী সময়ে এটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেবে।

মাদকের অন্ধকার জগৎ থেকে তরুন ও যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে বইয়ের বিকল্প নেই৷ একটি ভালো বই হতে পারে আমাদের শ্রেষ্ঠ বন্ধু, আজ এবং আগামীর জন্য আলো হয়ে থাকবে হাজিরপাড়া গ্রন্থাগার এমনটাই প্রত্যাশা করেন বক্তারা৷ অনুষ্ঠানের শেষে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আয়োজনে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে রেপিড-ড্র-এর আয়োজন কর হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷