own reporter
বিশদ বর্ণনার চেয়ে মূল উদ্দেশ্যটা বুঝানোর জন্য একটি ছবিই যথেষ্ট। একটি ছবি অনেক কথাই বলে। অনেক অর্থ বহন করে। কথা বলে সুখ, দুঃখ, হাসি ও কান্নাসহ আরো কত কী! বলে জীবনের পাওয়া না পাওয়ার কষ্টের কথা। সেই সঙ্গে বলে অনাগত ভবিষ্যতের কথাও। হোক সে কথাগুলো দৃশ্যমান বা কল্পনায় আঁকা৷ ছবিতে একজন ফটোগ্রাফার তাই ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন৷
প্রিয় পাঠক, আপনিও অংশগ্রহণ করতে পারেন “অপরূপ বাংলা” আমাদের এই আয়োজনে। এ জন্য আপনি নিজের তোলা ছবি পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। সেখান থেকে বাছাই করে প্রতিদিন ছবি প্রকাশিত হবে আমাদের ফেসবুক পেইজে (https://facebook.com/prodipto.news)। প্রতি সপ্তাহের শুক্রবারের মধ্যে যার ছবিতে সব চেয়ে বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার হবে তাদের মধ্য থেকে একজনকে প্রদান করা হবে পুরস্কার (মোবাইল রিচার্জ)।
ছবি পাঠানোর নিয়মাবলী :
১। আপনার মোবাইল কিংবা ক্যামেরায় তোলা যেকোন ছবি ই-মেইলে পাঠিয়ে দিন। ই-মেইল : [email protected] এছাড়া WhatsApp এ আপনি ছবি পাঠাতে পারেন। WhatsApp নম্বর : +8801852-119103 (কল দেওয়া যাবে না)
২। ছবির সাথে আপনার নাম ও মোবাইল নম্বর পাঠানো বাধ্যতামূলক।
৩। যে ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তুলবেন তার বিবরণ৷
৪। ছবির রেজুলেশন যত ভালো থাকবে; ছবি প্রকাশের জন্য তত সম্ভাবনা থাকবে।
৫৷ ছবি তোলার স্থান এবং একটি উপযুক্ত ক্যাপশন দিতে হবে৷
শর্তাবলী :
১। কোন অবস্থাতেই অন্য কারও তোলা ছবি নিজের বলে পাঠানো যাবে না।
২। ছবির মধ্যে কোন ধরণের লেখা (প্রতীক) গ্রহণযোগ্য নয়।
৩। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য নয়।
৪। সামাজিক অবক্ষয় কিংবা প্রতিযোগীতায় যায় না এমন ছবি পাঠানো যাবে না।
৫। মেসেজে অনুরোধ বা মোবাইল নাম্বারে যোগযোগ করা যাবে না৷