own reporter
লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, এস.এম.কে হাসপাতাল ও তিতারকান্দি নূরানী মাদ্রাসা।
শনিবার (২১ শে মার্চ) মরহুম হাজী: মো. মহসিন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এস.এম.কে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করার মধ্যে দিয়ে শুরু হয়ে দিনব্যাপী চলে চিকিৎসা সেবা কার্যক্রম।
অসহায় ও গরীব রোগীদের সেবার লক্ষ্যে এবং করোনা বিষয় জনসচেতনতা সৃষ্টি করতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় বলে জানান, সেবা প্রদান কারী ডা: মো. মিজানুর রহমান। তিনি আরো জানান, প্রায় ৩০০ রোগিকে চিকিৎসা ও করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা মূলক দিকনির্দেশনা প্রদান করাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ‘প্রদীপ্ত’কে এস.এম.কে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ জানান, অসহায় মানুষের পাশে থেকে তাদের সঠিক চিকিৎসা দিতে পারলে তারা সুস্থ জীবনযাপন করতে পারবে।