বাগমারায় ৯ বছরের শিশুকে ধর্ষণ

রাজশাহীর বাগমারায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২মে) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুকে বাগমারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ধর্ষক রাজ্জাক স্থানীয় আবু তাহেরের পুত্র এবং গ্রামে সে বখাটে লম্পট হিসাবে পরিচিত।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই শিশুটি বুধবার একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলছিলো। খেলার সময় শিশুটির পানির পিপাসা পেলে সে রাজ্জাকের বাড়িতে পানি পান করার জন্য প্রবেশ করে। এ সময় রাজ্জাক বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ফুসলিয়ে শয়ন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্তপাত শুরু হলে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করে। ধর্ষণের শিকার শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনতে পেয়ে তার খেলার সঙ্গী অন্যান্য শিশুরা ওই বাড়িতে প্রবেশ করলে রাজ্জাক বাড়ি থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশী ও ধর্ষণের শিকার শিশুর পিতা-মাতা খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুকে উদ্ধার করে বাগমারা মেডিক্যালে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে ধর্ষক রাজ্জাককে গ্রেফতার করে।