বিশ্বাসই হচ্ছে না ৩০ বছর পার করে ফেলেছি। কীভাবে এতগুলো বছর কাটিয়ে দিলাম। নিজের এই ভ্রমণ নিয়ে আমি আপ্লুত। মনে হচ্ছে যেন এই গতকালই কাজ শুরু করেছি। নিজের বাচ্চাদের দিকে তাকালে মনে হয়, সত্যি অনেকগুলো বছর পার করে ফেলেছি। বাচ্চারা যখন বড় হয়ে গেছে, তখন সময় তো নিশ্চয় পার হয়ে গেছে।’‘বেখুদি’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন কাজল। ১৯৯২ সালের ৩১ জুলাই মুক্তি পায় ছবিটি। দেখতে দেখতে বলিউডে ৩০টি বছর কাটিয়ে ফেললেন তিনি। সম্প্রতি নিজের এই চমকপ্রদ সফর নিয়ে কথা বলেছেন কাজল। অভিনেত্রীকে শেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে। এই বলিউড নায়িকা রীতিমতো বিস্মিত তাঁর তিন দশকের দীর্ঘ সিনেমা–ভ্রমণকে ঘিরে। এ প্রসঙ্গে কাজল বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না ৩০ বছর পার করে ফেলেছি। কীভাবে এতগুলো বছর কাটিয়ে দিলাম। নিজের এই ভ্রমণ নিয়ে আমি আপ্লুত। মনে হচ্ছে যেন এই গতকালই কাজ শুরু করেছি। নিজের বাচ্চাদের দিকে তাকালে মনে হয়, সত্যি অনেকগুলো বছর পার করে ফেলেছি। বাচ্চারা যখন বড় হয়ে গেছে, তখন সময় তো নিশ্চয় পার হয়ে গেছে।’তিন দশক পূর্তির বিশেষ উপলক্ষে এই অভিনেত্রী কৃতজ্ঞতা জানান তাঁর সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালকদের প্রতি, ‘আমি কৃতজ্ঞ, যাঁরা আমাকে দুর্দান্ত সব চিত্রনাওটিটিতে আগেই অভিষেক হয়েছে কাজলের। তাঁকে দেখা গেছে নেটফ্লিক্সের ‘ত্রিভঙ্গ’ ছবিতে। শোনা যাচ্ছে, এবার ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তিনি। ডিজনি প্লাস হটস্টারের একটি সিরিজে কাজলকে দেখা যাবে। তবে এই প্রথম নয়, আগেও ওয়েব সিরিজের প্রস্তাব এসেছিল কাজলের কাছে। রাম মাধবনির ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘আরিয়া’র জন্য প্রথম পছন্দ ছিলেন কাজল। তিনি না করে দেওয়ার পর সুস্মিতা সেনকে নেওয়া হয়। জনপ্রিয় ডাচ সিরিজ ‘পেনেজা’র ছায়া অবলম্বনে সিরিজটি তৈরি হয়। ‘আরিয়া’র প্রস্তাব ফেরানো প্রসঙ্গে কাজল বলেন, ‘আমার কাছেই প্রথম ‘আরিয়া’র প্রস্তাব এসেছিল, এটা সত্যি। এই সিরিজের চিত্রনাট্য দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তখন হ্যাঁ বলতে পারিনি।’এদিকে কাজল অস্কার কমিটির সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন। এত বড় সম্মান পেয়ে আপ্লুত এই বলিউড নায়িকা, ‘আমি অত্যন্ত খুশি আর রোমাঞ্চিত। তবে এ জন্য বাড়তি চাপ নিচ্ছি না।’ সামনে কাজলকে দেখা যাবে রেবতির ‘সালাম ভেঙ্কি’ ছবিতে।ট্য আর চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন। পরিচালক আব্বাস-মস্তান থেকে করণ জোহর, আদি (আদিত্য চোপড়া) থেকে অজয় (দেবগন)—সবাই আমাকে সুযোগ দিয়েছেন। অজয় তখন অবশ্য আমার স্বামী ছিল না।