Revenue loss of Tk 2,000 crore at Mongla Custom House

করোনার প্রাদুর্ভাবের কারণে সদ্য বিদায়ি অর্থবছরে লাভের মুখ দেখেনি মোংলা কাস্টমস হাউজ। করোনাকালীন মূলত চীননির্ভর আমদানি ও রপ্তানি কমেছে মোংলা বন্দরে।

এছাড়া এ বন্দর দিয়ে আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ি থেকে রাজস্ব আয় কাস্টমসের অন্যতম খাত। কিন্তু গাড়ি বিক্রি কমে যাওয়ায় নতুন করে গাড়ি আমদানি খুব বেশি হয়নি। গাড়ি আমদানিতে ভাটা পড়ায় এই খাতে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা সম্ভব হয়নি মোংলা কাস্টমস হাউজের

মোংলা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জানান, সদ্য বিদায়ি ২০২০-২০২১ অর্থবছরে মোংলা কাস্টমস হাউজের রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকার কিছু বেশি। গত ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় বিদায়ি অর্থবছরে ৮২৬ কোটি টাকা বেশি আয় হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০২০-২০২১ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। কিন্তু করোনা প্রাদুর্ভাবে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

মোংলা কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, করোনার কারণে দুই বছর ধরেই রাজস্ব আয় কম হয়েছে।

image_pdfimage_print