২৪-২৭ নভেম্বর এয়ারপোর্ট রোড এড়িয়ে বিকল্প পথে চলার নির্দেশনা

২৪ নভেম্বর সন্ধ্য ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত রাজধানীর এয়ারপোর্ট রোড এড়িয়ে চলার অনুরোধ করেছে বিআরটি প্রকল্প কর্তৃপক্ষ।

বুধবার (২৩ নভেম্বর) বিআরটি প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় ওই সময় বিশেষ ব্যবস্থাপনায় সড়ক উন্নয়নের কাজ চলমান থাকবে। ফলে ওই সড়কে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে প্রকল্পের কাজকে কেন্দ্র করে রাস্তা সরু হয়ে যাওয়ায় বিভিন্ন সময় ৪ থেকে ৫ ঘন্টা যানজট সৃষ্টি হয়। সবশেষ বৃষ্টিতে রাস্তায় খানাখন্দ থাকায় ব্যাহত হয় যান চলাচল।

প্রকল্পের তথ্য অনুযায়ী, বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে আছে আবদুল্লাহপুর থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক ও ৬টি উড়ালসেতু। সড়কের প্রধান করিডোরের সঙ্গে সংযোগের জন্য বিভিন্ন অংশে ১১৩টি সংযোগ সড়ক ও ২৫টি বিআরটি স্টেশন।