বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেগা প্রজেক্টের মাধ্যমেই সরকার মেগা লুটপাট চালাচ্ছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা।
মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে মেগা লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। লুটপাটের রাজত্ব কায়েম করেছে সরকার। এখন বিভিন্ন স্থানে বড় বড় গেট নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের গেট নির্মাণে বড় বড় ব্যয় ধরা হচ্ছে। অথচ এখন আমাদের প্রয়োজন ছিলো ক্লাসরুম সংস্কার করা।
স্বাস্থ্যখাতের করুণ অবস্থা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত কোভিড-১৯ টিকার নিশ্চয়তা নেই। এই টিকার নিশ্চয়তা হবেও না। কারণ, স্বাস্থ্যখাতের সঙ্গে যারা জড়িতরা এত বড় দুর্নীতি করছে যে, তারা মানুষের জীবনকে মূল্যহীন করে তুলছে। এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, নেই কোনো মূল্য।
ভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।