হাসপাতালে শোয়েব আখতার, দোয়া চাইলেন সবার কাছে

সম্প্রতি অস্ট্রেলিয়ায় হাঁটুর সফল অস্ত্রোপচার হয় পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজেই ঘটনাটি জানান তিনি।

ইন্সটাগ্রাম ভিডিওতে শোয়েব সমর্থকদের উদ্দেশে জানান, তিনি এখন অপারেশন থিয়েটারের বাইরে আছেন। তার দুটি হাঁটুর অস্ত্রোপচার করতে ৫ থেকে ৬ ঘণ্টা লাগে। ভিডিওতে শোয়েব আখতার ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি অনেক যন্ত্রণা পাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আশাকরি এটিই আমার শেষ অস্ত্রোপচার, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না।’

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। সব মিলিয়ে উইকেট নিয়েছেন ৪৪৪টি। ১৯৯৭ সালের ডিসেম্বরে ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে পাকিস্তান দলে অভিষেক শোয়েবের। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১১ বিশ্বকাপে, নিউজিল্যান্ডের বিপক্ষে পল্লেকেলেতে।