The body of a young man with his eyes gouged out was found on the side of the road.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফারুক ওরফে আকাশ (৩২) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পশ্চিম চর কেষ্টপুর এলাকার বারেক শেখের ছেলে। তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় একটি গার্মেন্ট প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আরও জানান, ধারণা করা হচ্ছে, যুবক ফারুক ওরফে আকাশকে চোখ উপড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যার পর এখানে লাশ ফেলে রেখে যায় হত্যাকারীরা। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা বলা যাবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

image_pdfimage_print