মহান স্বাধীনতা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬ মার্চ ভোরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যান ধানমন্ডির ৩২ নম্বরে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও সরকারপ্রধান। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, গ্রেফতার হবার পূর্বে জাতির পিতা ২৬শে মার্চ প্রথম প্রহরে যে ভাষণ দিয়েছিলেন সেটিই মাইকের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়া হয়।