সিরিয়ার আলেপ্পোয় ভবনধসে শিশুসহ কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু রয়েছে ৫ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। কর্তৃপক্ষ বলছে, প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। খবর ভয়েজ অব আমেরিকার।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, রোববার (২২ জানুয়ারি) কুর্দি অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় হয় এ দুর্ঘটনা। এদিন হঠাৎ করেই পাঁচতলা ভবন ধসে পড়ে। এই ভবনে ৩০ জনেরও বেশি বাসিন্দা ছিলেন।
খবর পেয়ে সাথে সাথেই উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। বুলডোজারের মাধ্যমে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন অনেকে। ফায়ার ব্রিগেডের পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবীরাও।
জানা গেছে, ৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলেও তাদের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি। তবে সংঘাতের কারণে আগেই ক্ষতিগ্রস্ত ছিল বাড়িটি। যার মধ্যে বৃষ্টির পানি চুইয়ে ক্ষয় হয়েছে অবকাঠামো। আর এ কারণেই ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।