‘সিনেমাটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে’

দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি বর্তমানে নির্মাতার অ্যাটলির বলিউড সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তিনি শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারাসহ অনেককে।

এতে শাহরুখ খানকে ডাবল চরিত্রে দেখা মিলবে এই দুই নায়িকার বিপরীতে। একটি চরিত্রে শাহরুখকে দেখা যাবে ‘র’ এজেন্ট রূপে। অন্যটিতে ব্যাংক ডাকাতির মতো নেতিবাচক চরিত্রে নিজেকে তুলে ধরবেন তিনি। এছাড়া সিনেমাটির গল্পে প্রচুর মোড় থাকছে বলে জানিয়েছেন নির্মাতা। এমন একটি গল্পে শাহরুখের সঙ্গে প্রিয়ামণির অভিনয় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছেন এই অভিনেত্রী।

প্রিয়ামণি বলেন, ‘শাখরুখ খানের অভিনয় বা জনপ্রিয়তা নিয়ে কথা বলার সাহস আমার নেই। তার সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু। তাছাড়া সিনেমাটির গল্পের মাঝেও দারুণ সব নাটকীয়তা রয়েছে। যা প্রতিটি চরিত্রকে আলাদা রূপ দিচ্ছে। আশা করছি, সিনেমাটি ইন্ডাস্ট্রির পাশাপাশি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।’