সাদিয়া তাহের সেরা রাঁধুনী চট্টগ্রামের

সেরা রাঁধুনী ১৪২৭’ বিজয়ী চট্টগ্রামের সাদিয়া তাহের। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে খুলনার নাদিয়া নাতাশা ও ঢাকার মরিয়ম হোসেন নূপুর। দীর্ঘ প্রতিযোগিতার পর জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে জানানো হয় তিন প্রতিযোগীর নাম। আজ রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে বসে গ্র্যান্ড ফিনালের এ আয়োজন। সাংস্কৃতিক পর্বে ওয়ার্দা রিহাবের পরিচালনায় ছিল বাংলার খাবার নিয়ে ধৃতি নর্তনালয়ের অনবদ্য কোরিওগ্রাফি। অনুষ্ঠানে আলো ছড়াতে এসেছিলেন অভিনেত্রী তারিন জাহান ও অভিনেতা সাজু খাদেম। শেষভাগে আমন্ত্রিত দর্শকদের গান শোনায় জলের গান। স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

সাংস্কৃতিক পর্বে ওয়ার্দা রিহাবের পরিচালনায় ছিল বাংলার খাবার নিয়ে ধৃতি নর্তনালয়ের অনবদ্য কোরিওগ্রাফি

সাংস্কৃতিক পর্বে ওয়ার্দা রিহাবের পরিচালনায় ছিল বাংলার খাবার নিয়ে ধৃতি নর্তনালয়ের অনবদ্য কোরিওগ্রাফি