সাজেকে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক-মাচালং সড়কে একটি ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অপর আরোহী।

বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে সাজেক-মাচালং সড়কের একুইজ্জাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আরোহী বি চাকমা মাচালং একুইজ্জাছড়ি এলাকার ললিত মোহন চাকমার ছেলে। দুর্ঘটনায় সুমতি রঞ্জন চাকমা (৪৫) নামে অপর আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাজেক-মাচালং সড়কের একুইজ্জাছড়ি এলাকায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটার পর স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয়দের কাছে খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় পুলিশ। পরে অবস্থার অবনতি হলে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বি চাকমাকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী সুমতি রঞ্জন চাকমা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ শেষকৃত্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।