সাংহাইতে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ

চীনের উরুমকিতে আবাসিক ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যুর পর রাজধানী সাংহাইতেও বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষোভকারীরা।

রোববার (২৭ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের স্মরণে ও কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাংহাইয়ের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি সাংবাদিকদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন বহু মানুষ।

শিনজিয়াং অঞ্চলের উরুমকিতে বহুতল আবাসিক ভবনে আগুন লেগে মৃত্যুর ঘটনায় কঠোর লকডাউনকে দায়ী করেছেন অনেকে। তাদের অভিযোগ, ভবনটি আংশিক অবরুদ্ধ থাকায় সময়মত সেখান থেকে বের হতে পারেননি অনেকে।

তবে এ অভিযোগ অস্বীকার করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে দোষীদের শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছে তারা।

সাংহাইয়ের বিক্ষোভে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিক্ষোভকারীরা। অন্যরা শি জিনপিংয় ও কমিউনিস্ট পার্টির পদত্যাগের দাবি জানান।

চীনে এ ধরণের বিক্ষোভ প্রদর্শন খুবই বিরল ঘটনা। সরকার ও প্রেসিডেন্টের সরাসরি সমালোচনা করলে সেখানে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়।

এক বিক্ষোভকারী বার্তাসংস্থা এএফপিকে জানান, তার বন্ধুদের লাঠিপেটা ও মরিচের গুঁড়া স্প্রে করেছে পুলিশ।

সাংহাইয়ের পরিস্থিতি রোববার সকালে স্বাভাবিক দেখা গেলেও, সেখানে পুলিশের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে।

চীনের জিরো-কোভিড নীতির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সেখানে সাধারণ জনগণ বিক্ষোভ করছেন। দীর্ঘদিন ধরে চলমান লকডাউনের কারণে চীনাদের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ দিনদিন বেড়েই চলেছে।

image_pdfimage_print