নতুন বছরের শুরুতেই পরীমনি ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছিলেন, ‘হ্যাপি র্থার্টি ফাস্ট এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। পরীমনির এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল উত্তাল। তবে সব আলোচনা ও সমালোচনাকে তুড়ি মেরেই আবারো প্রকাশ্যে এলো রাজ-পরী।
শনিবার (২১ জানুয়ারি) মিরপুর ডিওএইচএস এ বায়োজিন এর একটি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেলো এই দম্পত্তিকেই।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা ঘোষণা দিলেন, আমরা ছিলাম, আমরা আছি।
এদিকে সম্পর্কের টানাপোড়েনের মাস পেরোনোর আগেই আবারো রাজ ও পরীমনির ঘোষণা সুখের সংসার সাজানোর। অভিমান ভুলে বিবার্হ বার্ষিকীর একদিন আগেই প্রকাশ্যে দেখা গেলো এই দম্পত্তিকে। সাংবাদিকদের বললেন, আমরা ছিলাম , এখনো আছি।
এভাবেই বিবার্হ বার্ষিকীর প্রথম প্রহরেই বিয়ের ভিডিও প্রকাশ করে রাজ পরী ঘোষণা দিলেন, তাদের সব ঝগড়া মিটে গেছে, তারা এখন এক সঙ্গেই আছেন।
এদিকে বিয়ের ভিডিও প্রকাশ করার পর রাজ পরীর ভক্তরা কমেন্টে লিখে চলেছেন ভালো থাকুক রাজ, ভালো থাকুক পরী।