শেরপুর ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের মির্জাপুর-তাতালপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নালিতাবাড়ীর রাজনগর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও ও তার ছেলে রাব্বি (১০)। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি।
যারা আহত হয়েছেন তারা হলেন- একই গ্রামের আবেদ আলী মোহাম্মদ আলী (৪৫), হাবিব (৩৫) ও তিনানী এলাকার শুভ (১৫)।
স্থানীয়রা জানিয়েছেন, শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে যাত্রীরা নালিতাবাড়ী উপজেলায় ফিরছিলেন। পথে ওই সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয় আরও পাঁচজন। পরে আশপাশের লোকজন দ্রুত আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুইজন মারা যান। বর্তমানে হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।