কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম ৩৬ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান। সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেন প্যারোলে মুক্তি নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। ১৬ জুন আরফানুল হককে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ২৩ জুন গেজেটে মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলরদের নামের তালিকা প্রকাশিত হয়।
নির্বাচনের ২০ দিনের মধ্যেই এবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো। নিয়মানুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ অনুষ্ঠান করতে হয়। কুমিল্লা সিটি করপোরেশনে এবার প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হয়ে নগর ভবনে বসবেন। ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়।