আমেরিকার আকাশে উড়ে বেড়াচ্ছে চীনের রহস্যময় বেলুন। এমন বেলুনকাণ্ডে তোলপাড় বিশ্ব। বিশ্ব সেরা সমর শক্তির দেশ যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন দেখা যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি বেলুনের খবর এসেছে। তবে এটি লাতিন আমেরিকার আকাশে দেখা গেছে।
শুক্রবার রাতেই পেন্টাগনের এক বিবৃতিতে দ্বিতীয় রহস্যজনক বেলুনের দেখতে পাওয়ার কথা জানিয়ে দেয়। এবারের বেলুন দেখা গেছে লাতিন আমেরিকার উপরে। এসব নিয়ে যখন গোটা উত্তর ও দক্ষিণ আমেরিকায় তোলপাড় তখন বেইজিং বলেছে, এসব বেসামরিক আকাশযান।
এর আগে মন্টানার ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেসের কাছে উড়তে দেখা গিয়েছিল একইরকমের রহস্যজনক বেলুনকে। শুক্রবার চীন জানিয়েছে এটি মূলত একটি এয়ারশিপ, যা ভুল করে যুক্তরাষ্ট্রে চলে গেছে। কিন্তু তাহলে দ্বিতীয় বেলুনটি কার? সন্দেহের চোখ চীনের দিকেই।
বেলুনকাণ্ডে বাতিল হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বেইজিং সফর। দুদিন আগেই যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক বেলুন নিয়ে তোলপাড় শুরু হয়। পেন্টাগনের থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় আকাশে এই রহস্যজনক বেলুন দেখা গিয়েছে।
সবশেষ এ বেলুনের দেখা মেলে মন্টানায়, ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেসের কাছে। যেখানে পরমাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা ও উৎক্ষেপণ করা হয়। গুরুত্বপূর্ণ এই ঘাঁটির কাছে রহস্যজনক বেলুনের দেখা মিলতেই চীনের বিরুদ্ধে গোপনে নজরদারি চালানোর অভিযোগ তোলা হয়।
শুক্রবার রাতে আবারো পেন্টাগন জানায়, লাতিন আমেরিকাতেও রহস্যজনক একটি বেলুন উড়ে বেড়ানোর রিপোর্ট এসেছে। এটি আরেকটি চীনা নজরদারি বেলুন। তবে লাতিনের বেলুনটি ঠিক কোন দেশের উপরে রয়েছে তা জানাননি পেন্টাগনের মুখপাত্র প্যাট রায়ান।