Lakshmipur Press Club election completed: President Helal, Secretary Malek

Personal Correspondent:

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আবুল বাশার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন হোসাইন আহমদ হেলাল (দৈনিক নতুন চাঁদ) ও সাধারণ সম্পাদক পদে মো. আবদুল মালেক (দৈনিক ইত্তেফাক) বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে জান্নাতুল ফেরদৌস নয়ন (ইটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম স্বপন (চ্যানেল ২৪/যায়যায়দিন), কোষাধ্যক্ষ পদে ফিরোজ উদ্দিন হাওলাদার (দৈনিক আজকের প্রত্যাশা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আক্তার রাঙ্গা (সাপ্তাহিক রামগঞ্জ দর্পন), ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে আতোয়ার রহমান মনির (দৈনিক সমকাল/একাত্তর টিভি), প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম শিবলু (দৈনিক আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য পদে নাজিম উদ্দিন রানা (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) ও রবিউল ইসলাম খান (ডেইলি অবজারভার) বিজয়ী হয়েছেন।

নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ইসমাইল হোসেন জবু (দৈনিক খবর)। প্রেসক্লাবের ৭৭ জন সদস্যের মধ্যে নির্বাচনে বিভিন্ন পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এর মধ্যে রয়েছেন- সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৫, সহ-সভাপতি পদে ২, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২, কোষাধ্যক্ষ পদে ২, প্রচার সম্পাদক পদে ২, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৪, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৪ এবং কার্যনির্বাহী সদস্য ২ পদে ৪ জন।

নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, প্রদীপ্ত’র সম্পাদক কবির আহমদ ফারুক ও প্রকাশক আনোয়ার হোসেন। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ।

সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ মার্চ লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ছিল। ওই সময় সভাপতি পদে নির্বাচিত হন, দৈনিক রুপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে নিউজটোয়েন্টিফোর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল।

জানা যায়, লক্ষ্মীপুর জেলাব্যাপী যে সকল প্রেসক্লাব রয়েছে এগুলোর মধ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে। প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সাংবাদিক মরহুম আলহাজ্ব গোলাম রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন সাংবাদিক এম এ মালেক। পরবর্তীতে আবদুল মান্নান ভূঁইয়া, মরহুম গোলাম রহমান, মরহুম জাকির হোসেন, মরহুম এম এ মঈদ, অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, মো. কামাল হোসেন, হোসাইন আহমদ হেলাল, নাসির উদ্দিন মাহমুদ, আ হ ম মোশতাকুর রহমান, মো. কাউছার, আবুল কালাম আজাদ প্রমুখ সাংবাদিকগণ পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।