রামোসের অভাব এখনো বোধ করেন মদরিচ

সের্হিও রামোস চলে যাওয়ায় খুব বেশি ক্ষতিবৃদ্ধি রিয়াল মাদ্রিদের হয়নি। ডেভিড আলাবা ও এদের মিলিতাও মিলে রিয়ালের রক্ষণটা এতটা দারুণভাবে সামলেছেন যে রামোসের অভাবটা টেরই পায়নি রিয়াল। এই দুজনের কেউ একজন খেলতে না পারলে বদলি নামা নাচোও খারাপ করেননি। এরপরও সাবেক সতীর্থকে খুব মিস করেন রিয়ালের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচ।

রামোস পিএসজিতে গেছেন বেশি দিন হয়নি। গত মৌসুমেই মাদ্রিদ ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন রিয়ালের সাবেক অধিনায়ক। পিএসজিতে নাম লেখানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচ খেলেছেন। চোটের কারণে পিএসজির হয়ে খুব বেশি মাঠে নামতে না পারলেও মদরিচের সঙ্গে নিয়মিত কথা হয় রামোসের।

image_pdfimage_print