Titanic-Avatar fame James Cameron wants to work with Rajamouli

বর্তমান সময়ে ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের মধ্যে রাজমৌলির জয়জয়কার চারদিকে। বিশেষ করে আরআরআর ছবির মুক্তি এবং গোল্ডেন গ্লোব ও ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও এই ছবির খ্যাতি ছড়িয়েছে ব্যাপকভাবে। এরই ফল স্বরূপ এবার রাজমৌলির সাথে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন হলিউডের টাইটানিক ও অ্যাভেটার খ্যাত পরিচালক জেমস ক্যামেরুন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের একটি ভিডিও আপলোড করেছেন রাজমৌলি। সেখানে দেখা যাচ্ছে, জেমস ক্যামেরুনের সাথে কথা বলছেন তিনি। শুরুতে আরআরআর এর ভূয়ষী প্রশংসা করেন জেমস ক্যামেরুন। এরপর বলেন, এখানে যদি ছবি বানানোর কথা ভাবো, তবে সেটি নিয়ে কথা বলতে চাই। হলিউডের নামজাদা এ পরিচালকের কাছ থেকে এমন প্রস্তাব শুনে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন রাজমৌলি। বলেন, আপনার এ প্রস্তাব আমার কাছে কোনো অ্যাওয়ার্ড পাওয়ার চেয়েও বেশি।

মূলত বাহুবলি দিয়েই দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে বলিউড ও বর্হিবিশ্বে রাজত্ব শুরু রাজমৌলির। এরপরই তার আরআরআর নিয়ে বিশ্বজুড়েই শুরু হয়েছে উন্মাদনা।

image_pdfimage_print