প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ১৪ বছর বয়সী মেয়েটিকে পূর্ব পরিচিত মধু ব্যবসায়ী আনোয়ার হোসেনের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত করতে বাধ্য করে বাবা-মা। গত জুন থেকে অক্টোবর পর্যন্ত তাকে শতাধিকবার যৌন নির্যাতন করেছে আনোয়ার।
এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয় মেয়েটির বড় বোন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পায় বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রবিবার বিকেলে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। নির্যাতনের শিকার কিশোরীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এদিকে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে সচেতন মহল।
বিএমপি’র উপ পুলিশ কমিশনার আলী আশরাফ বলেন, ‘যে শিশুটি ভুক্তোভোগী তার বড়বোন আমাদের কাছে বাদী হয়ে মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
পাবলিক প্রসিকিউটর অ্যাড. একেএম জাহাঙ্গীর বলেন, ‘এ ঘটনার তদন্ত পরবর্তীতে সত্যতা বের হবে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’