মেসিময় ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার ভোরে ৩-০ গোলে জিতেছে মেসিরা।

প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৪০তম মিনিটে দলপতি লিওনেল মেসির পাস থেকে ইকুয়েডরের জালে বল পাঠান রদ্রিগো ডি পল। দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের ৮৫তম মিনিটে, মার্টিনেজের পা থেকে। সেটিও মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে।

শেষ গোলটি করেন মেসি। ফ্রি-কিক থেকে ইকুয়েডরের জালে বল পাঠান তিনি। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।