মেট্রো রেলে ছাড় দিয়ে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন বাড়ল ৩০ জুলাই পর্যন্ত

করোনা সংক্রমণ রোধে পশ্চিমবঙ্গের চলমান আংশিক লকডাউনের মেয়াদ ৩০ জুলাই পর্যন্ত বাড়ল। তবে দু-একটি জায়গায় ছাড় দেওয়া হয়েছে। বুধবার রাজ্য সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনা জারি করা হয়।

বুধবারের ঘোষণায় মেট্রো ও স্পেশাল স্টাফ ট্রেন চলাচলে ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস, ট্যাক্সি, অটো, ওলা, উবার, লঞ্চ ও ফেরি সার্ভিস চলবে। তবে, লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগের ঘোষণা অনুযায়ী রাজ্যের সরকারি-বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করবে, অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। ব্যাংক খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত করা হয়েছে। তবে রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কাঁচা বাজার খোলা থাকবে সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত। অন্যান্য দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া রেস্তোরাঁ, শপিংমল, পানশালা ও ক্লাবগুলো ৫০ শতাংশ মানুষ নিয়ে রাত আটটা পর্যন্ত খোলা রাখা যাবে। বন্ধ থাকবে সিনেমা হল।