মুদ্রানীতি ঘোষণা আজ

চলতি ২০২১-২২ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। আগের বছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির ঘোষণাপত্র আপলোড করা হবে বলে জানা গেছে। করোনার কারণে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না বাংলাদেশ ব্যাংক। এমনকি ভার্চুয়াল কোনো আয়োজনও থাকছে না।

পাওনা টাকা আদায়ে যা করবেনজানা গেছে, বেসরকারি বিনিয়োগ উত্সাহিতে নতুন অর্থবছরের জন্য সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিবিদরা মনে করেন, করোনাকালীন অর্থনীতিকে চাঙ্গা করতে সম্প্রসারণমুখী মুদ্রানীতি দিতে হবে, যাতে টাকার অভাবে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আটকে না থাকে। যাতে ব্যক্তি বিনিয়োগ বাড়ে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান গতকাল ইত্তেফাককে বলেন, আগামীকাল (আজ বৃহস্পতিবার) দুপুরের দিকে নতুন মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে থাকায় কারো জন্যই মুদ্রানীতি বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। তারপরও কোনো বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন হলে আমরা সেজন্য প্রস্তুত আছি।