মুক্তির আগেই ‘কেজিএফ-২’র রেকর্ড ভাঙলো ‘পাঠান’!

বলিউডের কিং শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেতে চলেছে আগামী ২৫ জানুয়ারি। যদিও এই ছবির প্রথম গান মুক্তির পর থেকে ভারতজুড়ে শুরু হয়েছে বিতর্ক। ‘পাঠান’ সিনেমার অগ্রিম বুকিং দেখেই ধারণা করা যায় বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে সিনেমাটি।

বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কেজিএফ-২’ সিনেমার রেকর্ড মুক্তির আগেই ভেঙেছে শাহরুখের ‘পাঠান’। মুক্তির আগেই জার্মানিতে এক কোটি ৩২ লক্ষ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ-২’ ব্যবসা করেছিল ১.২ কোটির কাছাকাছি।

শুধু জার্মানি নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতেও দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকিট। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

উল্লেখ্য, সোমবার দিল্লি হাইকোর্ট এই ছবির বেশ কিছু অদলবদলের নির্দেশিকা দিয়েছেন। সেই অনুযায়ী, ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছেন আদালত।