আবারো আলোচনায় ভারতের সাবেক ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারণে দারুণ প্রতিভা থাকার পরও জাতীয় দল থেকে ছিটকে পড়া এই ব্যাটসম্যান এবার আলোচনায় এসেছেন বউ পেটানোর অভিযোগে। এরিমধ্যে ঘটনা গড়িয়েছে অনেক দূর।
মদ পান করে মাতাল হয়ে হয়ে কুকিং প্যান দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেছেন কাম্বলি। বান্দ্রার পুলিশের কাছে লিখিত অভিযোগ এমন কথাই জানিয়েছেন কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউয়িট। এই অভিযোগ আমলে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাম্বলিকে নোটিশ পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে শুক্রবার রাত একটা নাগাদ কাম্বলি মদ্যপ হয়ে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেন তিনি। আন্দ্রিয়া চেষ্টা করেন কাম্বলিকে শান্ত করার। তবে কাম্বলি উত্তেজনার বশে চলে যান রান্নাঘরে। সেখানে গিয়েই হাতে একটি ফ্রাইং প্যান তুলে নেন।
এরপর স্ত্রীকে লক্ষ্য করে ছুড়ে মারেন। ঘটনার এই দম্পতির ১২ বছরের ছেলে উপস্থিত ছিলো। আন্দ্রিয়া জানান, কারণ ছাড়াই কাম্বলি স্ত্রী-সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু ফ্রাইং প্যানের হাতল দিয়েই নয় একটি ব্যাট নিয়েও আন্দ্রিয়ার ওপর চড়াও হন তিনি।
মাথায় চোট নিয়ে হাসপাতালে ছুটে যান আন্দ্রিয়া। এরপর সেখান থেকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন কাম্বলির বিরুদ্ধে। আন্দ্রিয়ার অভিযোগপত্রে লেখেন, তিন ফেব্রুয়ারি রাত একটা নাগাদ আমার স্বামী বিনোদ কাম্বলি মদ্যপ হয়ে বাড়ি ফেরে।
আমার দুই সন্তানের সামনেই আমার সঙ্গে দুর্ব্যবহার করে। শান্ত হতে বলার পর উল্টোমেজাজ হারিয়ে ফেলে এবং ফ্রাইং প্যানের ভাঙা হ্যান্ডেল ছুড়ে আমার মাথায় মারে। চোট পাই আমি। এরপর ব্যাট নিয়েও আমাকে তাড়া করেছিলো।
আন্দ্রিয়া জানান, কাম্বলি মদ্যপ হয়ে প্রতিবেশীদের সঙ্গেও বাজে ব্যবহার করেন। পুলিশ কাম্বলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে। কাম্বলির বাড়িতে গিয়েও বয়ান নিয়েছে। ২০১৪ সালে কাম্বলি সেন্ট পিটার্স চার্চে গিয়ে বিয়ে করেন আন্দ্রেয়াকে।
পরে আইনি বিয়ে করে তাঁরা ক্যাথলিক মতে বিয়ে সারেন। কাম্বলির দ্বিতীয় স্ত্রী আন্দ্রেয়া। ২০১০ সালে কাম্বলি-আন্দ্রেয়ার প্রথম সন্তান জন্ম নেয়। এর আগে গত বছর কাম্বলি তার হাউজিং সোসাইটির গেটে ভাঙচুর করে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।