ভোটার তালিকা থেকে বাদ পড়লেন ৭১ জন

চলতি মাসের ২৩ তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির। কিন্তু ১৯ মে করা এক রিটের শুনানির পর উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়।

গেল বৃহস্পতিবার (২৬ মে) আদালতের আদেশ মেনে ভোটার তালিকার সংশোধন করল প্রযোজক-পরিবশেক সমিতি। সংশোধনীতে পূর্ণাঙ্গ ১৬৯ ভোটারের মধ্য থেকে ৫১ জনকে এবং সহযোগী ৮৮ সদস্যের মধ্য থেকে ২০ ভোটার বাদ দিয়ে সমিতির কার্যালয়ের নোটিশ বোর্ডে সাঁটানো হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।

এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ‘হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিলের গুরুত্বপূর্ণ ২ নম্বর শর্ত মোতাবেক ভোটার তালিকার সংশোধন দিয়েছিলেন। সেই আদেশ মেনে আমরা নির্বাচনী বোর্ড ভোটার তালিকা সংশোধন করেছি। পূর্ণাঙ্গ ৫১ জন ও সহযোগী ২০ জনের ভোটাধিকার বাতিল করা হয়েছে।’

ভোটার তালিকার সংশোধন করলেও কবে নাগাদ নির্বাচন হবে? এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘এখনো নির্বাচনের তারিখ ঠিক করা হয়নি। এছাড়াও নির্বাচনের একজন সদস্য নেই। তার জায়গায় অন্য একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সদস্যরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

এর আগে ভোটার তালিকা সংশোধন চেয়ে আদালতে রিট করেন বাদী ও প্রযোজক পরিবেশক সমিতির সাবেক পরিচালক খোরশেদ আলম।