ভেন্টিলেটর সরানো হয়েছে, কথা বলছেন সালমান রুশদি

নিউ ইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত বিতর্কিত লেখক সালমান রুশদির ভেন্টিলেটর সরানো হয়েছে। এখন তিনি কিছুটা কথা বলতে পারছেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোকে জানান তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। রবিবার (১৪ আগস্ট) প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বুকারজয়ী লেখক সালমান রুশদির ওপর গত শুক্রবার হামলার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেসময় এজেন্ট অ্যান্ড্রু উইলি বলেন, ‘সালমান রুশদি সম্ভবত এক চোখ হারাতে যাচ্ছেন, হাতের স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার লিভারে ছুরিকাঘাত করা হয়েছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে’। তবে এখন তার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতির খবর দিলেন তিনি। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে রুশদির ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। হাদি মাতার নামের ওই অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলেও তার জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক রাজ্যের চৌতাউকা কাউন্টির প্রসিকিউটর।

এ নিয়ে বিস্তর তদন্তে ঘটনাস্থলে পাওয়া একটি ব্যাকপ্যাক এবং ইলেক্ট্রনিক্স পরীক্ষার জন্য সার্চ ওয়ারেন্ট পাওয়ার অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

image_pdfimage_print