ভারত–বিশ্ব একাদশ ম্যাচ করতে চায় বিসিসিআই

তারায় ঠাসা এক ক্রিকেট ম্যাচ। যেখানে কোহলি–রোহিত–পান্ডিয়া–পন্তরা খেলছেন রুট–কামিন্স–সাকিব–উইলিয়ামসদের বিপক্ষে। ভারত সরকার নমনীয় হলে থাকতে পারেন বাবর–রিজওয়ানরাও।

কল্পগল্প নয়, আগামী মাসেই বাস্তবে অনূদিত হতে পারে এই সম্ভাবনা। ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে যে ভারত সরকার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ে অনুরোধ করেছে ভারত ও বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ২২ আগস্ট হবে সেই ম্যাচ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি ওয়েবসাইট জানিয়েছে, দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় বিসিসিআইকে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে ভারত ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসেবে পালন করছে। সেই মহোৎসবের অংশ হিসেবেই ভারতের সঙ্গে বিশ্ব একাদশের ম্যাচ আয়োজন করতে চাচ্ছে দেশটির সরকার।তবে এনডিটিভি বিসিসিআইয়ের এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে ম্যাচ আয়োজনের পরিকল্পনা এখনো আলোচনার পর্যায়ে আছে, ‘আমরা ২২ আগস্ট ভারতীয় একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজনে সরকারের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। বিশ্ব একাদশের জন্য অন্তত ১৩–১৪ খেলোয়াড় দরকার। খেলোয়াড় পাওয়া যাবে কি না, আমরা সেটিই খতিয়ে দেখছি।’