Corona outbreak again in India; 14 people die in a day, 3016 identified

আবারও করোনার প্রকোপ দেখা দিয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। খবর এনডিটিভির।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালাতেই ৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া, মহারাষ্ট্রে ৩, দিল্লিতে ২ ও হিমাচল প্রদেশে মারা গেছেন একজন। শনাক্ত হয়েছে তিন হাজারের ওপর সংক্রমণ। যা গত বুধবারের তুলনায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

হাসপাতালগুলো বলছে, নমুনা পরীক্ষায় দুই দশমিক ৭ শতাংশ মানুষের শরীরের মিলছে করোনার উপস্থিতি। পরিস্থিতি মোকাবেলায় চলতি সপ্তাহেই জরুরি বৈঠক ডেকেছে বিভিন্ন রাজ্য।

এর আগে, গত জানুয়ারিতে রাজধানী নয়াদিল্লিতে শূন্যে নেমেছিল করোনার দৈনিক সংক্রমণ। সেখানে, গত ২৪ ঘণ্টায় ৩০০ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারিতে ৫৩ লাখের বেশি মানুষ মারা গেছেন ভারতে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখেছে রাজধানী নয়াদিল্লি।

image_pdfimage_print