ভারতীয় নৌবাহিনীর একটি মিগ-২৯কে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দেশটির গোয়া উপকূলে কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার যুদ্ধবিমানের পাইলট অক্ষত রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি ঘাঁটিতে ফেরার সময় বিধ্বস্ত হয়েছে বলে ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। আর যুদ্ধবিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।
২০১৯ সাল থেকে ভারতে মিগ-২৯কে বিমানের চতুর্থ দুর্ঘটনা এটি। এর আগে ২০২০ সালের নভেম্বরে একটি মিগ-২৯কে বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় এক পাইলট মারা গেলেও অন্যজনকে ঘটনার পরপরই উদ্ধার করা হয়েছিল।