বুলেটপ্রুফ গাড়ির বদলে অটোরিকশায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বুলেটপ্রুফ গাড়ির বদলে অটোরিকশায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী! জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে ভারত সফরকালে অটোতে চড়ার অভিজ্ঞতা নিলেন অ্যান্টোনি ব্লিনকেন। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের।

শুক্রবার (৩ মার্চ) তার ওই রাইডের ভিডিও প্রকাশ করে মার্কিন অ্যাম্বাসি। এতে দেখা যায়, দিল্লির রাস্তায় অটো চালিয়ে খবরে আসা ওই অ্যাম্বাসি কর্মকর্তাদের অটোতে চড়েন ব্লিনকেন। দিল্লির রাস্তায় বেশ কিছুক্ষণ রাইডও উপভোগ করেন তিনি। পরে এক কাপ মশলা চায়েরও স্বাদ নেন ব্লিনকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল এ ভিডিও। নিজের উচ্ছ্বাসের কথা এক টুইট বার্তায় প্রকাশও করেছেন এই মার্কিন কর্মকর্তা।