Two 10th class students killed, one injured in Baufal

জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্র নিহত এবং একজন আহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে বিদ্যালয় ছুটি হবার পর মারুফ (১৫), সিয়াম (১৫) ও নাফিজ বাড়ি যাওয়ার পথে ৫ থেকে ৬ জন কিশোর গাংয়ের সদস্য জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের পূর্ব বিরোধের জের ধরে তাদের তিনজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন।

নিহত মারুফ এলাকার বাবলু হাওলাদের ছেলে। নাফিজ একই এলাকার মিরাজ মস্তফা আনসারীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসি। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেই বাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তিনজনকেই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। সিয়াম নামের আরেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।