বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক লাখ ডলারের বৃত্তি ঘোষণা:কানাডায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলাদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য কানাডার ক্যালগেরির এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ ড. বাতেন বৃত্তি ঘোষণা করেছেন। বৃত্তির পরিমাণ এক লাখ কানাডিয়ান ডলার। বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী কানাডায় এসে এবিএম কলেজে পড়াশোনা করবে তাদের মধ্যে প্রথম ১০০ জনকে এই বৃত্তি দেওয়া হবে।

ক্যালগেরির এবিএম কলেজ ইতিমধ্যেই শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। উন্নত মানের শিক্ষায় বিভিন্ন কোর্সে প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে।  এ পর্যন্ত ১০ হাজারের বেশি শিক্ষার্থী এখান থেকে কোর্স সম্পন্ন করে কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে চাকরি করছে। কলেজেটি হেলথ, বিজনেস এবং ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন শাখায় ডিপ্লোমা প্রদান করছে। বিস্তারিত তথ্য www.abmcollege.com জানা যাবে।

এবিএম কলেজের প্রেসিডেন্ট ড.বাতেন সমকালকে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষার মর্যাদা রক্ষার্থে ২০২২ সালে বাংলাদেশি শিক্ষার্থীদের এবিএম কলেজ এক লাখ কানাডিয়ান ডলার বৃত্তি প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থী, যারা নতুন কানাডায় এসে এবিএম কলেজে পড়াশোনা করবে তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবে রূপ দিতে আমাদের প্রবাসীদের এগিয়ে আসতে হবে। তা না হলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা চাই প্রচুরসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী এদেশে এসে উন্নত শিক্ষা গ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও সেইসঙ্গে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধিশালী করে তুলুক।

তিনি আরও বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের কর্ম ও আত্মত্যাগ বিশ্বের দরবারে তুলে ধরতে এবং লাল সবুজের পতাকার মান সমুন্নত রাখতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের প্রবাসীদের এগিয়ে এসে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আর সেই লক্ষ্যে উচ্চ শিক্ষার কোনো বিকল্প নেই।।

উল্লেখ্য ড.বাতেন বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য বিষয়কসহ বিভিন্ন সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে প্রত্যক্ষভাবে জড়িত।