দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দর্শক দেখতে পাচ্ছেন পরিচালক রায়হান রাফীর সিনেমা “নূর”। প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও ছবিটি আজ বায়োস্কোপ প্লাস ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। দুপুর ১২টা থেকেই দর্শকরা নূর ও শিউলির সংবেদনশীল প্রেমকাহিনির সাক্ষী হতে পারবেন।
আরিফিন শুভ এই ছবিতে ‘নূর’ চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি নিয়ে অনেকে ভুল ধারণা পোষণ করলেও শুভ স্পষ্ট করেছেন, নূর কোনো মানসিক রোগী নয় সে অত্যন্ত সরল, বোকাসোকা এবং প্রেমে অন্ধ একজন মানুষ। চরিত্রটির গভীরে যাওয়ার জন্য শুভ বাস্তবের প্রেমিকদের পর্যবেক্ষণ করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের আবেগ সঠিকভাবে ফুটিয়ে তুলতে তিনি মাথা ন্যাড়া করার কঠিন সিদ্ধান্ত নেন।
ঐশী এই ছবিতে শিউলির চরিত্রে অভিনয় করেছেন। শুভর সাথে এটি তাঁর তৃতীয় কাজ। তিনি শুভকে অত্যন্ত সংবেদনশীল, সহায়ক এবং তাঁর মেন্টর’-এর মতো মনে করেন।
ছবিটি ২০২২ সালের শেষ দিকে সেন্সর ছাড়পত্র পেলেও প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ বারবার পিছিয়েছে।
পরিচালক রায়হান রাফী নিশ্চিত করেছেন, এটি কম খরচে নির্মিত হলেও ওটিটি প্ল্যাটফর্মে দ্বিগুণ দামে বিক্রি করা হয়েছে। ব্যবসার দিক বিবেচনা করেই সিনেমাটি এক্সক্লুসিভলি ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে। পরিচালক আশা করেন, দর্শক ছবিটি দেখে ‘আলাদা ফিল’ পাবেন, এটি কোভিড সময়ের সিনেমা, যেখানে বাজেট সীমাবদ্ধতা ছিল। পাবনা শহর, ঈশ্বরদী ও ঢাকার নবাবগঞ্জে ২০ দিন ধরে এর শুটিং হয়।
এই দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘নূর’ ওটিটি প্ল্যাটফর্মে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার পালা।






