বন্দুক হামলার পর ইমরানের প্রথম জনসভায় মানুষের ঢল

তিন সপ্তাহ আগে এক বন্দুক হামলায় আহত হওয়ার পর প্রথমবারের মতো জনসভায় কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (২৬ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে এক র‍্যালিতে হাজির হন হাজার হাজার মানুষ। তাদের প্রতি মৃত্যুভয় ছাড়া বাঁচার আহবান জানান ইমরান।

কড়া নিরাপত্তা সত্ত্বেও বেশ ভালো মেজাজেই ছিলেন ইমরানের সমর্থকরা। ইমরানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।

এক সমর্থক বলেন, ‘একজন মানুষ আছেন যিনি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তিনি সামনের দিকে তাকিয়ে আছেন, তিনি আমাদেরকে একটি লক্ষ্য দিয়েছেন’।

ইমরান খান বলেন, ‘তিনজন অপরাধী’ আবারও তাকে হত্যাচেষ্টার অপেক্ষায় রয়েছে। ‘ভয় একটি সম্পূর্ণ জাতিকে দাস বানিয়ে দেয়’ বলে সমর্থকদের উদ্দেশ্যে বলেন তিনি।

নিজে প্রধানমন্ত্রী থাকাকালীন দুর্নীতি মোকাবেলায় ব্যর্থ হওয়ার কথাও ভাষণে স্বীকার করে নেন তিনি। ক্ষমতাশীলদের আইনের আওতায় আনতে ব্যর্থ হওয়ার কথাও বলেন তিনি।

আগাম নির্বাচনের দাবিতে ইমরানের লংমার্চের চূড়ান্ত র‍্যালি ছিল এটি। সহিংসতার আশঙ্কায় এই কর্মসূচি বাদ দিতে তার প্রতি আহবান জানিয়েছিল কর্তৃপক্ষ।

এ মাসের শুরুর দিকে এই লংমার্চেরই এক র‍্যালিতে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। এই হামলার জন্য বর্তমান সরকারের শীর্ষ ব্যক্তিদের দায়ী করেছেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ অভিযুক্তরা।

এর আগে এ বছরের শুরুর দিকে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলেও সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তিনি।

পাকিস্তানের বর্তমান সরকার ও সামরিক শাসনের কড়া সমালোচক ইমরান খান সাধারণ জনগণের মধ্যে বেশ জনপ্রিয়। আগাম নির্বাচনের দাবিতে তার পথসভায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে।

image_pdfimage_print