ত্বকের ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে সিডনির বন্ডাই বীচে একসাথে নগ্ন হয়ে ছবির জন্য পোজ দিয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ।
এটি মার্কিন ফটোগ্রাফার স্পেন্সার টিউনিকের সর্বশেষ প্রজেক্ট, যার উদ্দেশ্য অস্ট্রেলীয়দের নিয়মিত ত্বকের পরীক্ষানিরীক্ষা করাতে উৎসাহিত করা।
শনিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে তিনটা থেকেই স্বেচ্ছাসেবকরা বন্ডাই বীচে আসতে শুরু করেন। ক্যান্সার সচেতনতা সপ্তাহে দাতব্য প্রতিষ্ঠান স্কিন চেক চ্যাম্পিয়নসের সাথে যুক্ত হয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশ্ব ক্যান্সার গবেষণা তহবিলের তথ্য অনুযায়ী, ত্বকের ক্যান্সার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন অস্ট্রেলীয়রা।
প্রজেক্টের উদ্যোক্তা টিউনিক বলেন, ত্বকের পরীক্ষা করানো নিয়ে সচেতনতা বাড়ানোর সুযোগ আমরা পেয়েছি এবং আমি সম্মানিত…এখানে আসতে পেরে, আমার শিল্পকর্ম তৈরি করতে পেরে এবং শরীর ও সুরক্ষাকে উদযাপন করতে পেরে।
পৃথিবীর বেশ কিছু দর্শনীয় ও জনপ্রিয় স্থানে দলবদ্ধ নগ্ন মানুষের ছবি তোলার জন্য সুপরিচিত টিউনিক।
আরও পড়ুন: শান্তি আলোচনায় আমেরিকাকে চায় কলম্বিয়া সরকার ও বিদ্রোহীরা
এখানে অংশগ্রহণ করতে আসা ৭৭ বছর বয়সী স্বেচ্ছাসেবন ব্রুস ফিশার বলেন, ‘জীবনের অর্ধেক সময় আমি সূর্যের আলোতে কাটিয়েছি এবং আমার পিঠ থেকে কিছু ম্যালিগন্যান্ট মেলানোমা অপসারণ করা হয়েছে। আমার মনে হয় এটি একটি ভালো উদ্দেশ্য এবং বন্ডাই বীচে জামাকাপড় খুলতে আমি ভালোবাসি’।
উল্লেখ্য, সম্প্রতি বন্ডাই বীচে জনসম্মুখে নগ্ন হওয়াকে আইনি বৈধতা দেয়া হয়।