বড়দিনেও ইউক্রেনে রুশ রকেট হামলার অভিযোগ

একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, তিনি ইউক্রেন এবং এর মিত্রদের সাথে আলোচনায় বসতে রাজি আছেন, অপরদিকে বড়দিনেও অন্তত ৪০টি রুশ রকেট আঘাত করেছে ইউক্রেনের শহরে। ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অন্যদিকে রাশিয়ার সংবাদ সংস্থা বলছে, ইউক্রেনের ড্রোন হামলায় সোমবার (২৬ ডিসেম্বর) সকালে অন্তত তিনি রুশ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশটির সারাতোভ অঞ্চলে এ হামলা চালায় কিয়েভ।

ইউক্রেন রাশিয়ায় এবার দ্বিতীয়বারের মতো হামলা চালালো। এর আগে গত ৫ ডিসেম্বর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে।

তবে, রয়টার্স এসব হামলার ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।

রয়টার্সের খবরের ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে বলা হয়, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টার মধ্যে লুহানস্ক, দোনেৎস্ক, খারকিভ, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের কয়েক ডজন শহরে গোলাবর্ষণ করেছে।

এদিকে রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি সব পক্ষের সাথে আলোচনা করতে সম্মতি দিয়েছি। আমরা আমাদের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব ফিরিয়ে দেইনি। বরং তারা দিয়েছে।’

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা গণমাধ্যমকে সম্প্রতি বলেছেন, পুতিনের বাস্তবে ফিরে আসা উচিত। বার বার আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রাশিয়া।

জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক টুইট বার্তায় বলেন, রাশিয়া এককভাবে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে নিরীহ নাগরিকদের হত্যা করছে। তারা আলোচনায়ও বসতে চায় না। বরং দায় এড়ানোর চেষ্টা করে।