বছর শুরুতেই বলিউডে বইছে প্রেমের হাওয়া

বাংলাদেশের বিনোদন অঙ্গন যখন একের পর এক বিচ্ছেদের খবরে তোলপাড়, ঠিক সে সময় বলিউডের অবস্থা একেবারেই উল্টো। একাধিক তারকার প্রেমের খবর রঙ ছড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে। নতুন বছরে যেন তারকাদের মনে ফুটেছে প্রেমের ফুল।

দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। শোনা যায়, বিজয়ের জন্য সাবেক প্রেমিক রক্ষিতের সাথে বাগ্‌দান ভেঙেছিলেন রাশমিকা। তবে, মাঝে নাকি তাদের সম্পর্কে ভাটা পড়ে। সম্প্রতি দু’জন আলাদাভাবে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। একই লোকেশন থেকে ছবিও পোস্ট করেছেন। তাতেই আবার জোরদার হয়েছে এ জুটির প্রেমের জল্পনা।

বলিউডের নতুন অভিনেত্রী তৃপ্তি দিমরি সম্প্রতি ‘কলা’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন। বলিউডে যখন তার অবস্থান দিন দিন শক্ত হচ্ছে, এমন সময়ই প্রযোজক ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে সম্পর্কের জানান দিলেন তৃপ্তি।

কার্তিকের প্রতি ভালো লাগার কথা প্রথম করণ জোহরের শোয়ে এসে জানিয়েছিলেন সারা নিজেই। এরপর ‘লাভ আজকাল’ সিনেমার শুটিংয়ে প্রেম। পরে তাদের বিচ্ছেদের খবর বিনোদন দুনিয়ার হটকেক হয়ে ওঠে। কিন্তু বছরের শুরুতেই আবার তারা পাশাপাশি। দুজনই গেছেন লন্ডনে। একই জায়গা থেকে ছবিও শেয়ার করেছেন। বলিউডের অন্দরে তাই জোর গুঞ্জন, নতুন বছরে ফের কাছাকাছি কার্তিক-সারা।

তেলুগু ও তামিল সিনেমার পাশাপাশি বলিউডেও জনপ্রিয় ‘গ্ল্যামার গার্ল’ তামান্না ভাটিয়া। তার তুলনায় বেশ নতুন অভিনেতা বিজয় ভার্মা। সম্প্রতি, গোয়ায় একসঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানে হাজির হন তারা। তাদের ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গোয়া থেকে ফেরার সময় বিমানবন্দরেও হাসিমুখে পোজ দিয়েছেন আলোচিত এ ‘লাভবার্ড’।

আজকাল শাহরুখ-পুত্র আরিয়ান ও অভিনেত্রী নোরা ফাতেহিকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। সর্বশেষ দুবাইতে আরিয়ানের নিউ ইয়ার পার্টিতে উপস্থিত ছিলেন নোরা। একসঙ্গে ডিনারও সেরেছেন। পার্টিতে উপস্থিত একজন তাদের সঙ্গে আলাদা ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়। তবে প্রেমের ব্যাপারে এখনও কিছু বলেননি তারা।

গুঞ্জন উঠেছে নতুন করে প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার প্রেমে মজেছেন জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি রিয়া কাপুরের ডিনার পার্টি থেকে হাসিমুখে বের হতে দেখা যায় দু’জনকে। এদিকে অমিতাভের নাতি অগস্ত্যর সঙ্গে নাকি প্রেম করছেন শাহরুখকন্যা সুহানা। কিছুদিন আগে কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতে পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন অগস্ত্য।

প্রেম ছাড়া বিনোদন দুনিয়ার কথা ভাবা যায় না। তবে এক্ষেত্রে বলিউড যেন এক ধাপ এগিয়ে। ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে বা প্রচারের আলোয় থাকার জন্য অনেক তারকাই সম্পর্কে জড়িয়ে পড়েন। হঠাৎ করেই তাদের প্রেম নিয়ে জোরদার জল্পনা হয়, আবার কিছুদিন না যেতেই গুজব বলে খারিজ করে দেন। নতুন বছরে নতুন এই জুটিদের প্রেম কতোদূর গড়ায়, সেটি দেখার অপেক্ষায় এখন ভক্তরা।