ফ্যাসিবাদী সরকার সবকিছু দুমড়ে মুচড়ে ফেলছে: মির্জা ফখরুল

ভয়াবহ ফ্যাসিবাদী, দানবীয় সরকার সবকিছু দুমড়ে মুচড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

সভায় বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে পরাজিত করাই আমাদের লক্ষ্য। এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় কবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নজরুল আজ বড় বেশি প্রাসঙ্গিক। দেশে নজরুল চর্চার ঘাটতি রয়েছে। এটা সংকীর্ণতা ও দেশের মানুষকে ভুল দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।