own reporter
লক্ষ্মীপুরে ভুয়া ফেসবুক আইডি থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন রুচিহীন মন্তব্য, মনগড়া কল্পকাহিনী লিখে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, তাজুল ইসলাম ভূঁইয়া। এর আগে গত (৪ জুন) বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ থানায় জিডি করেন তিনি।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ বিশ্বাস রেখে আমি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমাকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের অভ্যন্তরে বিভিন্ন সময় অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ভুয়া ফেসবুক পেজ থেকে অপপ্রচারসহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তাই আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছি (জিডি নং-১৮৮) ৷
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, তাজুল ইসলাম ভূঁইয়া আমাদের সংগঠনের পরীক্ষিত নেতা। যাচাই-বাছাই করে তাকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত করেছি। দায়িত্ব পাওয়ার পর থেকে বিএনপি-জামায়াতের অপরাজনীতিসহ দলের অভ্যন্তরে অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বার বার। আমি জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে এসব অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।