A mother's plea to the countrymen and the government not to release Faraj

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে নির্মিত বলিউড সিনেমা ফারাজ মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে হলি আর্টিজান হামলায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ ফারাজ ছবিটি যেন মুক্তি না দেয়া হয় সেই দাবী নিয়ে করেছেন সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে রুবা আহমেদ জানান, ফারাজ ছবি যাতে মুক্তি না দেয়া হয় সেজন্য তিনি এবং একই হামলায় নিহত তারুশি জেইনের মা তুলিকা জেইন মিলে দিল্লিতে মামলা চালিয়ে যাচ্ছেন।

কান্না জড়িত কন্ঠে তিনি জানান, আমাদের দেশের পহেলা জুলাইয়ের সেই নৃশংস ঘটনা নিয়ে নির্মিত ফারাজ দেশের ভাবমূর্তি নষ্ট করার একটা প্রয়াস।

দেশের ওটিটি প্ল্যাটফর্মে যেন ফারাজ ছবিটি মুক্তি না পায় সেজন্যও তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য এই ছবিটি নিয়ে অমিতাভ রেজাসহ খ্যাতনামা অনেক পরিচালকই নিন্দা জানিয়েছেন ছবিটিতে হিন্দী ভাষার ব্যবহার নিয়ে। তাদের মতে এধারার চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের মানুষ ভাবতে পারে বাঙ্গালিরা হিন্দীতে কথা বলে।

 

image_pdfimage_print