প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করে বক্তব্য দেওয়ায় খুলনার তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তার বক্তব্য নিয়ে খুলনা-৪ (রূপসা-দীঘলিয়া-তেরখাদা) আসনের সংসদ সদস্য নীরব থাকায় তার (এমপি) বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ সভাপতিত্ব করেন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত্ কুমার অধিকারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।