মিচেল ব্রেসওয়েল মূলত একজন ব্যাটার। কিন্তু বল হাতে নিয়েই গড়লেন বিরল এক রেকর্ড। তাও প্রথম পাঁচ বলের মধ্যে! গতকাল বেলফাস্টে নিউজিল্যান্ডের দেওয়া ১৭৯ রান তাড়া করতে নেমে ৯১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৮৮ রানে জিতেছে কিউইরা।
১৩ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে হারিয়ে ৮৬ রান।১৪তম ওভারে মিচেল ব্রেসওয়েলের হাতে বল তুলে দেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। বলে রাখা ভালো, এটা ব্রেসওয়েলের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এবং প্রথমবার বল করতে আসেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই অফ স্পিনার। এতে ১৩.৫ ওভারে ৯১ রানেই গুটিয়ে যায় আইরিশরা।
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা নিউজিল্যান্ডের তৃতীয় বোলার ব্রেসওয়েল। বাকি দুইজন জ্যাকব ওরাম ও এবং টিম সাউদি। তবে টি-টোয়েন্টির ইতিহাসে ব্রেসওয়েলই প্রথম বোলার, যিনি নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড।